হোয়াটসঅ্যাপে ফোন নম্বর গোপন করে বার্তা পাঠানো যাবে

 

একাধিক গ্রুপকে একই কমিউনিটিতে যুক্ত করার জন্য কমিউনিটিজ সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। এ সুবিধা কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলেই বিশেষ কমিউনিটির মধ্যে যোগাযোগ করতে পারেন। এবার কমিউনিটিজ ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে ব্যবহারকারী চাইলেই নিজেদের ফোন নম্বর গোপন রেখে গ্রুপে বার্তা আদান-প্রদান করতে পারবেন। এমনকি অন্যদের পাঠানো বার্তায় প্রতিক্রিয়া দেখালেও অন্যরা ফোন নম্বর দেখতে পারবেন না। এরই মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে এ সুবিধার কার্যকারিতা পরখ করছে হোয়াটসঅ্যাপ।



ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, বর্তমানে হোয়াটসঅ্যাপের কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপে অংশগ্রহণকারীদের ফোন নম্বর দেখা যায় না। তবে বার্তা পাঠালে বা প্রতিক্রিয়া জানালে অন্যরা ফোন নম্বর দেখতে পারেন। নতুন এ সুবিধা চালু হলে কমিউনিটিজ ব্যবহারকারীরা গ্রুপে বার্তা পাঠালে বা অন্যদের বার্তায় প্রতিক্রিয়া দেখালেও অন্য কেউ ফোন নম্বর দেখতে পারবেন না। কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপ ইনফো থেকে সুবিধা চালু করা যাবে।

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم