হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করলে বুঝবেন যেভাবে


ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। কেউ আবার প্রয়োজন ছাড়াই নির্দিষ্ট ব্যক্তিকে নিয়মিত বার্তা বা ছবি পাঠান। এতে অনেকেই বিরক্ত হন। অবাঞ্ছিত বার্তা ঠেকাতে নির্দিষ্ট ব্যবহারকারীকে ব্লক করা যায় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটিতে। কিন্তু হোয়াটসঅ্যাপে কোনো অ্যাকাউন্ট ব্লক করা হলে সেই অ্যাকাউন্টের ব্যবহারকারী তা জানতে পারেন না। তবে চাইলেই কিছু বিষয় পর্যবেক্ষণ করে হোয়াটসঅ্যাপে আপনার অ্যাকাউন্ট কেউ ব্লক করেছে কি না, তা জানা সম্ভব।


হোয়াটসঅ্যাপে কোনো ব্যক্তিকে নিয়মিত বার্তা পাঠালেও যদি বার্তা পৌঁছানোর সঠিক রঙের টিকচিহ্ন দেখা না যায়, তবে বুঝতে হবে আপনার অ্যাকাউন্ট সেই ব্যক্তি ব্লক করে রেখেছেন। একইভাবে হোয়াটসঅ্যাপে কল করার সময় নিয়মিত ‘রিং’ হওয়ার চিহ্ন দেখা না গেলে বুঝতে হবে অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। অবশ্য কল করা ব্যক্তির ইন্টারনেট সংযোগে সমস্যা থাকলে এমন ঘটনা ঘটতে পারে। নির্দিষ্ট অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপে যুক্ত করা না গেলেও বুঝতে হবে আপনার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। কারণ, অন্য অ্যাকাউন্ট ব্লক করা অ্যাকাউন্টগুলোকে চাইলেও হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপে যুক্ত করা যায় না।


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم