বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবার মৌসুমি বায়ুও বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। দুইয়ে মিলে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সকাল ৯টায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়।
আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি ভারতের অন্ধ্র-ওডিশা উপকূলের পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, পূর্ব–মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, ফেনী জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক প্রথম আলোকে বলেন, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়তে পারে। রাজধানীসহ মধ্যাঞ্চলে এর প্রভাব কমই পড়বে। বরং এখানে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে শুক্রবার থেকে রাজধানীসহ আশপাশের এলাকায় বৃষ্টি হতে পারে।
Post a Comment